বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে নাজমুল হোসেন রাব্বি নামের এক ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২ নভেম্বর) রাত সারে ৯টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ২৩ নং ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত রাব্বিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত নাজমুল হোসেন রাব্বি উপজেলার ঝোড়খালী গ্রামের মো.জাহাঙ্গির বেপারীর ছেলে ও ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি।
আহত নাজমুল হোসন রাব্বি জানান, শনিবার রাত সারে ৯টার দিকে দুই বন্ধুকে নিয়ে আমুয়ার তালতলা বাজারের মেলা দেখে বাড়ী ফিরছিল। ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর পুর্ব শক্রতার জেরে মটর সাইকেল থামিয়ে তাকে কুপিয়ে জখম করে রায়হান, জুয়েল, সুমন, রিপন, সবুর, জাকির ও মারুফ। এতে রাব্বির দুই বন্ধু শাওন ও মনির আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকর করে রায়হান জমাদ্দার জানান, রাব্বির সাথে তার দ্ধন্ধ চলছে। ঘটনার সময় তাকে মটর সাইকেল থামাতে বলা হয়। সে না থামিয়ে স্বজোরে টান দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহরাজ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ওপর পড়ে। এসময় টিনে রাব্বির মাথার পিছনের অংশ কেটে যায়। তাছাড়া রাব্বি ছাত্রদলের কেউ নয়।
থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।