সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশসানের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর ত্রান বিলের অর্থায়নে ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মদুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী ও রেমালে ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ।
উপজেলার ১১২ জন রেমালে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।