শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএপিপি) আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত বিনাপানি কৃষক ব্যবসায় স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ইমরান বিন ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবীদ মো.মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত উপরিচালক মো.রিয়াজ উল্লাহ বাহাদুর, ইউপি চেয়ারম্যান মো.মাহমুদ হোসেন রিপন, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো.বখতিয়ার উদ্দিন শান্ত, মো.হাছিবুর রহমান, মো.আছাদুজ্জামান, সুমাইয়া শারমিন ও কৃষক মো.জাকির হোসেন, রফিকুল ইসলাম বাবুল মুন্সি ও মহসিন হোসেন মিঠু প্রমূখ। পরে কৃষক ব্যবসায় স্কুলের কৃষক কৃষানীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।