বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক ড্রেজার চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম অভিযান চালিয়ে ড্রেজার জব্দ করেন।
এ সময় বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডিত ওই চালক বরিশাল জেলার বানুরিপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের মো. আনিচ বেপারীর ছেলে।