শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের ইফতার করালেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের ভলান্টিয়াররা।
পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম শিশুদের নিয়ে দুইটি মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করেন তারা।
নলছিটি পৌর এলাকার ফেরিসড়কের মফিজিয়া মাদ্রাসা ও শীতলপাড়া বড়বাড়ি দিনিয়া হাফিজী ইয়াতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। এ আয়োজনে মাদ্রাসার অর্ধ শতাধিক এতিম অসহায় শিশুদের ইফতার করানো হয়। বৃহস্পতিবার এতিম শিশুদেরকে নিয়ে ইফতারের পূর্বে সকল করোনা মহামারি থেকে মুক্তি ও সমৃদ্ধ সম্প্রীতর নলছিটি গড়তে মানুষের সুখ শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর তাহমিদ মাহফুজ, মাহবুব তালুকদার। ভলান্টিয়ার রিফাত আব্দুল্লাহ, নিয়াজ, আরাফাত হোসেন, ইমরান, আরাফাত, মেহেদী হাসান সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।