বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
আসন্ন ২১জুন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ জুন) কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়। বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ প্রধান প্রশিক্ষক ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি, ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন অফিসার সারমিন আফরোজ, নলছিটি উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুর রহমান, রাজাপুর নির্বাচন অফিসার মো.আবু ইউসুফ, উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণে ৫৫ জন প্রিজাইডিং ও ২৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার অংশ নেন।