বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝালকাঠির কাঠালিয়ার ৬টি ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের একাধিক স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেয়ার জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ মার্চ) পর্যন্ত ১নং চেঁচরী রামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ জাকির হোসেন ফরাজী, ২নং পাটিখালঘাটা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন আল আজাদ বাদল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী যুবলীগের ঢাকা (দক্ষিণ) উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, ৩নং আমুয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লাল, ৪নং কাঠালিয়া সদরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মামুন, ৫নং শৌলজালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বুলবুল ও ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জাামান লিটন নকীব, গত নির্বাচনে নৌকার পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং মোঃ আজিম মানিক।
এছাড়া উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাত পাখা) এবং পাটিখালঘাটা, আমুয়া ও শৌলজালিয়া ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ব) তিন প্রার্থা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে।
এ উপজেলায় আগামি ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।