শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার লুটপাট, গুন্ডামি, বদমাইশ ও চাদামুক্ত দেশ গড়ার জন্য

আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার লুটপাট, গুন্ডামি, বদমাইশ ও চাদামুক্ত দেশ গড়ার জন্য

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পথসভা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখ চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আন্দোলন করেছি সংগ্রাম করেছি , মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়ার জন্য। লুটপাট, গুন্ডামি, বদমাইশ বন্ধ করার জন্য। আমরা এটা চাই না যে কানু মিয়ার পরিবর্তে রানু মিয়া গুন্ডামি করবে এইটা কিন্তু আমরা চাই না। বরং গুন্ডা মুক্ত দেশ চাই, চাদামুক্ত দেশ চাই। আমরা এখানে সবার অধিকার ফিরিয়ে দিতে চাই। এজন্য আমি জনগনকে বলবো যেই দলে গুন্ডা আছে চাঁদাবাজ আছে সেই দল প্রত্যখান করেন। এদেরকে প্রত্যখান ছাড়া দেশে শান্তি হবে না, হতে পারে না। এজন্য আমি জনগনকে বলবো যেকোনো মূল্যে হোক না কেন ডাকাত মুক্ত, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষন মুক্ত একটি দেশ গড়ার জন্য কোনো অবস্থাতেই ধর্ষক দিয়ে ধর্ষক মুক্ত দেশ গড়া যাবে না। ডাকাত দিয়ে ডাকাত মুক্ত দেশ গড়া যাবে না, এবং খুনী দিয়ে খুনীমুক্ত দেশ গড়া যাবে না। যারা মানুষকে জুলুম করে এই জুলুম দিয়ে জুলুম মুক্ত দেশ গড়া যাবে না। আজকে থেকে শপথ করেন যেই ঘরের মধ্যে যেই ব্যক্তির মধ্যে গুন্ডামি আছে বদমাশি আছে আমরা তাদের প্রত্যখান করলাম। এই নীতিতে থাকতে পারেন, তাহলে জনগণ একদিন না একদিন শান্তি পাবে। আর যদি বার বার গুন্ডার পরিবর্তে গুন্ডা ডাকাতের পরিবর্তে ডাকাত আনেন যত আন্দোলন সংগ্রাম করেন শান্তি পাবেন না। বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড় চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ান সদস্য (পীর সাহেব কারীমপুর) অল্লামা নুরুল হুদা ফয়েজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি মাওঃইব্রাহিম আল হাদীসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana