সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

আনসার ভিডিপি’র নলছিটি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

আনসার ভিডিপি’র নলছিটি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ডিসেম্বর -২০২২) সকাল ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে এক বর্ণাঢ্য ্র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অলোচনা সভায় মিলিত হন।

আনসার ভিডিপি কার্যালয়ের ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ড্যান্ট মো. খলিলুর রহমান, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আ’ লীগের সহ-সভাপতি খোন্দকার মজিবর রহমান, নলছিটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেতা মোঃ খলিলুর রহমান ইউনিয়ন দলনেত্রী শিরিন আক্তার প্রমূখ।

সভায় নলছিটি পৌরসভার ৯ টি ওয়ার্ড ও উপজেলার ১০ টি ইউনিয়নের ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রী, আনসার কমান্ডার, ভিডিপি সদস্য সদস্যা সহ প্রায় দুই শত লোক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আনসার ভিডিপি ভাইয়েরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়াও বিভিন্ন দপ্তর ও সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana