বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে আওয়মী লীগ মনোনিত (নৌকা) প্রার্থী মো. মিঠু সিকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
ব্যপক উৎসবমূখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মো. মিঠু সিকদার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. গোলাম মোস্তফা সেলিম, সাবেক ইউপি সদস্য মো. আবদুস ছোবাহান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।