সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
এসময় আওরাবুনিয়া ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।