বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

কাঠালিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কাঠালিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কাঠালিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” পালিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা সদরে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া করেঝের সামনের সড়কে বিশ্ব মানবধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বিগত স্বৈরাচার সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি করেন। সেই সাথে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসী দাবী করেন।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, সদস্য সচিব মো. আদনান আহম্মেদ রিয়ান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ শাখার আহবায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব সিয়াম হোসাইন, ১ম বর্ষের সভাপতি অন্তর মাহমুদ সহ ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana