ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ।এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন। তাঁর সেই ভাষণ আজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। ফলে সারাবিশ্বে বঙ্গবন্ধু সহ বাঙালি জাতি সম্মানিত হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি পাচ্ছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী, জেলা যুবলীগে আহবায়ক রেজাউল করিম জাকির, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুস সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান শাওন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমূখ ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.