বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা ও আশা এনজিও কর্মী শ্যামল চন্দ্র হাওলাদার(৩২) সড়ক দূর্ঘটনার তিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে নিজ বাড়িতে তার মৃতদেহের শেষ কীর্তি সম্পন্ন করে পরিবারের লোকজন। শ্যামলকে বাড়িতে নিয়ে আসলে আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীসহ শতশত মানুষ তাকে এক নজর দেখতে আসে। শ্যামলের অকাল মৃত্যুতে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। নিহত শ্যামল চন্দ্র হাওলাদার পশ্চিম আউরা গ্রামের মৃত রমেশ হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, গত সোমবার সন্ধ্যায় বরিশালের আমতলার মোড় এলাকায় মটর সাইকেল দূর্ঘটনায় শ্যামল আহত হয়। এসময় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পরের দিন রাতে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং শুক্রবার সকালে তার মৃতদেহের শেষ কীর্তি সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.