ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে নলছিটি পৌর এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের একনিষ্ঠ কর্মী মো. সজিব দেওয়ান। তিনি অভিযোগ করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি কমিটি অনেক আগেই গঠন করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়নি। সর্বশেষ গত ২২ আগস্ট হঠাৎ করেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল পেদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক মামলা রয়েছে (জি.আর. মামলা নং-১৬/২২)। এছাড়া সদস্য সচিব পদও ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আহবায়ক কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের মালামাল চুরি, নদীপথে জাহাজ আটকিয়ে লুটপাট, জমি দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা (মামলা নং-১৩) রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ইতোমধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের ১৬ জন ওয়ার্ড আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা ও অপসারণ চেয়ে চিঠি দিয়েছেন। কিন্তু জেলা কমিটির পক্ষ থেকে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এসময় তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল এবং বিতর্কিত আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন। অন্যথায় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.