বার্তা ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
রূপালী ব্যাংক লিমিটেড, কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নাঈম আহম্মেদ সভাপতি ও জোনাল অফিস পিরোজপুরের পিন্সিপাল অফিসার মিহির দাসকে সাধারন সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার (৮জুন) বিকেলে অনুমোদন দেন রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া জাকারিয়া টিটু ও সাধারন সম্পাদক ফরিদ আহমেদ জুয়েল।
কমিটির অন্যান্য হচ্ছেন সহ সভাপতি- ইন্দুরকানী শাখার ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, ঝালকাঠি সদর শাখার সিনিয়র অফিসার বিকাশ চন্দ্র সিকদার, কাঠালিয়া শাখার অফিসার মো. সামসুল আলম সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক পিরোজপুর কর্পোরেট শাখার পিন্সিপাল অফিসার তাছনিম আক্তার, ভান্ডারিয়া শাখার অভিজিৎ তরফদার, সাংগঠনিক সম্পাদক স্বরূপকাঠী শাখার সিনিয়র অফিসার মো. মাইনুল হক মিতুল, মঠবাড়িয়া শাখার সিনিয়র অফিসার বিল্পব কুমার রজকদাস, জোনাল অফিস পিরোজপুরের সিনিয়র অফিসার হাফসা খানম।
এছাড়া কোষাদক্ষ্য মো. মুসফিকুন সালেহীন, প্রচার সম্পাদক শিমুল মল্লিক, দপ্তর সম্পাদক মো. আলী আজিম, সাংস্কিতিক সম্পাদক মো. আজিজুল হক, নারী অধিকার বিষয়ক সম্পাদক রুমানা আক্তার, ক্রিড়া সম্পাদক মো. মিনহাজুর রহমান, ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক উৎপল মধু, নির্বাহী সদস্য পিরোজপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আফজাল হোসেন, নির্বাহী সদস্য ইন্দ্রেরহাট শাখার ব্যবস্থাপক মো. সানাউল কবির ও নির্বাহী সদস্য-পিরোজপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ হাফিজুর রহমান।
সভাপতি মোঃ নাঈম আহমেদ জানান, রূপালী ব্যাংক লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে নিবেদিত একটি লাল সবুজ ব্যাংক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ব্যাংকিং কার্যক্রম মানুষের কাছে পৌছে দেওয়া আমাদের লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.