রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ‘ডাকাত’ নাম ঘোচাতে এবং সুস্থ জীবনে ফেরার আশায় সংবাদ সম্মেলন করেছেন আবুল হোসেন ওরফে আবু তালুকদার নামে ত্রিশ বছর বয়সী এক যুবক।
শুক্রবার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এমন ঘোষনা দেন।
আবুল হোসেন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আনসার আলী তালুকদারের ছেলে। স্থানীয়দের কাছে তিনি আবু ডাকাত নামে পরিচিত।
তবে তিনি তার পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে এখন সুস্থ জীবনে ফিরে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে চান।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন জানায়, তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
সবশেষ গত পাঁচ মাস আগে চারটি ধাড়ালো অস্ত্রসহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) তাকে আটক করেছিলো।
সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। তাই সন্তানের জন্য তিনি সুস্থ জীবনে ফিরতে চান।
তাই জেল থেকে বেড়িয়ে তিনি কৃষি কাজে মনোনিবেশ করেন। কিন্তু জমি নিয়ে নিজ গোষ্ঠির লোকেদের সাথে বিরোধ তৈরি হয়।
এরপর থেকে স্থানীয়রা ও নিজ গোষ্ঠির লোকেরা তাকে ডাকাত বলে সমাজ থেকে দূরে সরিয়ে রাখছে।
তাই সম্প্রতি তিনি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এসে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেন ও প্রশাসনের সহযোগীতা চান।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আবুর বিরুদ্ধে ডাকাতিসহ বহু অভিযোগ রয়েছে। এই সব অভিযোগে সে দীর্ঘদিন জেলে ছিলো। তবে সে যদি এখন সুস্থ জীবনে ফিরে আসতে চায় তবে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তাকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি জেল থেকে বেড়িয়ে আবুল হোসেন থানায় এসেছিলেন। তিনি পূর্বের কৃতকর্মের জন্য অনুশোচনা করে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। তাকে আমরা নজরদারির মধ্যে রাখবো। যদি সে সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করে তবে তাকে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.