ঝালকাঠি প্রতিনিধি:
ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহŸান জানানো হয়। পাশাপাশি শান্তি ও সম্প্রতির স্বদেশ গড়ে তোলার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ঝালকাঠি জেলা সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সুজনের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন তালুকদার ও সুজনের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি খালেদা ওহাব।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.