ঝালকাঠি প্রতিনিধিঃ
একটি প্রতারণা মামলায় ১৯৮৩ সালে তিন মাসের সাজা হয়েছিলো মো. আনোয়ার হোসেন নামের ২৭ বছর বয়সী এক যুবকের। রায় ঘোষনার পর থেকেই আসামী ছিলেন পলাতক। দন্ডপ্রাপ্ত হওয়ার ৪০ বছর পর আসামীকে গ্রেফতার করেছে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত ২৭ বছরের সেই যুবক এখন ৬৭ বছর বয়সী বৃদ্ধ। ২৫ সেপ্টেম্বর সোমবার রাত আটটার কিছু আগে রাজধানী ঢাকার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর রহমান ফেরারী আসামী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, 'গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নলছিটি পৌরসভার নাংঙ্গুলী এলাকার মোহম্মদ মমিন উদ্দিন ওরফে মন্তাজ মিয়ার ছেলে। ১৯৮৩ সালে ঢাকার সূত্রাপুর থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছিলো এই আসামীর বিরুদ্ধে। তৎকালীন সামরিক আদালত (মার্শাল কোর্ট) তাকে তিন মাসের কারাদন্ড দেয়। গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ৪০ বছর পলাতক ছিলেন আনোয়ার।'
আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতারের পর ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.