ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে মাদ্রাসা ছাত্র মোঃ জুয়েল খন্দকার (১৬) বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা শোহান (২২) নামে আরো একজন আহত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারকেলবাড়ী আকসুর ক্লাব (বারবাকপুর ভাঙ্গল) এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। নিহত জুয়েল কাটিপাড়া এলাকার লোকমান খন্দকারের ছোট ছেলে এবং শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। আহত শোহান শুক্তাগড় এলাকার মৃতঃ সোহাগ হোসেন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আকসুর ক্লাব স্টান থেকে বারবাকপুর যাওয়ার পথে সুজুকি জিক্সার কালো রঙের মোটরসাইকেল বরিশাল মেট্রো ল- ১২-৭৫৬০ দ্রুত গতিতে চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি ভাঙ্গলে পরে একই দিক থেকে যাওয়া গাছের ট্রলির পিছনে লাগিয়ে দেয়। এরপর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন এবং সোহানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে রেফার করেন।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.