বার্তা ডেস্ক:
গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবীতে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে জড়ো হওয়া ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিলটিতে যোগ দেয়। পরে সম্মিলিতভাবে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষার, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, নাঈম আহমেদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.