শিল্প কারখানা খোলার আগের দিন রাত থেকে হঠাৎ যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন চলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যাত্রীবাহী নৌযান চালুর বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক আজকের পত্রিকাকে জানান, ঢাকামুখী যাত্রীদের চাপ সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণপরিবহন চালুর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকারের তরফ থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস খোলার কারণে ঢাকামুখি যাত্রীদের পরিবহনের জন্য রোববার দুপুর পর্যন্ত সারা দেশে গণপরিবহন চলাচল করবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.