ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইমের বিরুদ্ধে চিকিৎসা সেবা নিতে যাওয়া এক রোগীর সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে জানান, তার ছেলের নাকে সমস্যা হওয়ায় মঙ্গলবার সকালে হাসপাতালে যান তিনি। সরকারি টিকিট কেটে হাসপাতালের দ্বিতীয় তলায় ২১২ নাম্বার কক্ষে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইমের কাছে গেলে ডাক্তার সাহেবকে ফোনে কথা বলতে দেখে এনামুল হক তার ছেলেকে নিয়ে দীর্ঘ সময় চুপ করে দাড়িয়ে থাকেন। এসময় অন্য কোন রোগী ছিল না। ডাক্তারের ফোনের কথা শেষ করে আবার অন্য নম্বরে কথা বলার জন্য মোবাইলে নম্বরে কল করতে গেলে এনামুল হক তার ছেলেকে দেখার জন্য ওই ডাক্তারকে অনুরোধ করেন। উত্তরে ডাক্তার বলেন, আমি ফোনে কথা বলতেছি দেখতে পাচ্ছেন না, পরে আসুন। জবাবে এনামুল হক অনুরোধ করে করলেও তাকে হ্যা পরে আসতে হবে জানান। পরে ক্ষোভের সাথে টিকিট নিয়ে ডাক্তার বলেন, কই, কি হয়েছে দেখি এই বলে দায়সাড়াভাবে ১ মিনিটের মধ্যে কোনমতে রোগী দেখে ও ব্যবস্থাপত্র লিখে দিয়ে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মো: জাবের আল সাইম বলেন, বাসা থেকে ফোন আসছিলো তাই তাকে বাহিরে বসতে বলেছি। তার সাথে কোন অসৌজন্যমূলক আচরন করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.