ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।
জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচঢালাই দিয়ে ১২মিলিটার রাস্তা নির্মাণের কথা থাকলেও, সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম এ বিষয়ে বলেন, "পাথর না থাকায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এরপর আমরা পাথর এনে কাজ চালু করেছি।"
তবে স্থানীয়দের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঝালকাঠির উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, "ঠিকাদার অনিয়ম করায় স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রাষ্ট্রের অর্থ অপচয় করে নিম্নমানের কাজ মেনে নেওয়া যাবে না।"
এদিকে, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয়দের বাধার পর প্রকল্প সংশ্লিষ্টরা কী পদক্ষেপ নেবেন, তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীর দাবি, সঠিক উপকরণ ব্যবহার না করলে তারা কোনোভাবেই এই প্রকল্পের কাজ চলতে দেবে না।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.