ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে রাস্তাপাড়া পাড়ের সময় মায়ের চোখের সামনেই মালবাহি ট্রলি চাপায় তাসমিয়া আক্তার নামে ৫ বছর বয়সী এক শিশু মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাসমিয়া দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে ও উত্তমপুর নূরাণী মাদ্রাসার ছাত্রী।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, সকালে মায়ের সাথে উত্তরপুর মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তাপাড়াপাড়ের সময় মালবাহি ট্রলি চাপায় শিশুটি গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে নেয়ার পথিমধ্যে মারা যায় শিশু তাসমিয়া। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.