ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের আংগারিয়া গ্রামের প্রতিপক্ষের হামলা এবং অব্যাহত হুমকিতে ১৫দিন ধরে মা-ছেলে বাড়িঘর ছাড়া। এ ঘটনায় মৃত দুলাল মৃধার স্ত্রী মোসাঃ রিজিয়া বেগম বাদি হয়ে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করেছেন।
গতকাল বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে রিজিয়া বেগম অভিযোগ করে তিনি জানান, গত ১৪ আগষ্ট রাত সাড়ে ১০টায় বাড়িতে আসার পথে সত্যনগর স্ট্যান্ডে তার ছেলে রাজু মৃধার পথরোধ করে আসামী মোঃ নাহিদ মৃধা, মোঃ তানভির মৃধা, মোসাঃ নাহার আক্তার, মোঃ হেলাল আকন, মোঃ নজরুল, মোঃ হিরু আকন, মোঃ লোকমান পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে মারধর করে। ছেলের বাম চোখের উপর মারাত্মক রক্তাক্ত জখম হয় এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পরলে ছেলের পকেটে থাকা নগদ ১৮ হাজার ৫শ টাকা নিয়া যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। বর্তমানে ছেলে যেখানে চিকিৎসারত আছে। এবিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিতে আসলে পুলিশ আমার অভিযোগ নেয়নি। পরে ঝালকাঠি আদালতে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা মামলার খবরে আত্মগোপনে থাকায় তাদের মতামত নেয়া সম্ভব হয়নি। অভিযুক্তদের 01310208347 ব্যবহৃত মুঠো ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয়ে রাজাপুর থানার এসআই সোয়াইব জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবশে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.