ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মো. সোহাগ মোল্লা (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তারকৃত সোহাগ মোল্লা ঐ এলাকার মৃত সুলতান মোল্লা ছেলে। এ ঘটনায় ডিবি বাদী হয়ে রাজাপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাইনউদ্দিন জানান, মঙ্গলবার রাতে সোহাগ মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.