ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে এক মাছ বিক্রেতাসহ তিন জেলেকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তার কার্যালয়ে বসে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার পালট গ্রামের মো. জলিল হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার (৩৫), বড়ইয়া গ্রামের মৃত রহিম উদ্দিন হাওলাদারের ছেলে মো. মজিদ হাওলাদার (৪৫), হবিগঞ্জের কামালপুর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে মাছ বিক্রেতা মো. রফিকুল ইসলাম (২৭) উপজেলা মৎস্য অফিস জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে লিটন ও মজিদকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় ৮হাজার মিটার কারেন্ট জালসহ ও মাছ বিক্রয়ের সময় উপজেলার সাউথপুর এলাকা থেকে রফিকুলকে ১৫ কেজি ঝাটকা মাছসহ আটক করেন উপজেলা মৎস্য বিভাগ। পরে তাদের তিন জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন এবং মাছ গুলো এতিমখানায় ও জাল আগুনে পড়িয়ে বিনষ্ট করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.