রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় রাজাপুর বাইপাস মোড় সংলগ্নে উপজেলা বিএনপির প্রধান কার্যলয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হলে, অপরদিকে বিএনপির কার্যলয়ের ৫০ গজের মধ্যেই প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী যুবলীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজনে করে।
এ নিয়ে দুপুর থেকেই ছাত্রলীগ, যুবলীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রশাসন আইন শৃংখলা স্বাভাবিক রাখতে দুই পক্ষকে সভা সমাবেশ না করতে বললে উভয় পক্ষ তা মেনে সমাবেশ এলাকা ত্যাগ করেন।
এদিকে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
https://youtu.be/Yp1xUyL3ZAI
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.