ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক সন্তানের বাবা আত্ম'হ'ত্যা করেছে। বৃহস্পতিবার (২৯জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যায় মৃত ব্যক্তির নাম মো. তানিম হাওলাদার (২৫)। সে ঐ এলাকার মো. শামসুল হক হাওলাদারের ছেলে ও এক সন্তানের বাবা।
স্থানীয়রা জানায়, তানিমের ঘরে স্ত্রী-সন্তান থাকলেও সম্প্রতি একই এলাকার নাজমিন নামে একটি মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পরে নাজমিন নিজের ভুল বুঝতে পেরে তার বাড়িতে ফিরে যায় এবং তানিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় তানিমের স্ত্রী ও দেড় বছরের ছেলে আরমান তানিমের সাথে সম্পর্ক শেষ করে বাড়ি থেকে চলে যায়। এরপর তানিম মানুষিক ভাবে ভেঙ্গে পরে। বৃহস্পতিবার সকালে বাজারে বসে নাজমিনকে মুঠোফোনে কল দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে বাড়িতে এসে দোতলায় উঠে ঝাপ ভিতর থেকে লক করে ঘরে থাকা স্ত্রীর ওড়না আড়ার সাথে বেঁধে গলায় জড়িয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.