ঝালকাঠির রাজাপুরে ২০ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঐ তরুণীর বাবা বাদী হয়ে অভিযুক্ত সোলাইমান ও রাব্বির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এলাকাবাসী অভিযুক্ত সোলাইমান ও রাব্বিকে আটকে রেখে রাতেই পুলিশে খবর দিলে তাদেরকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নিজামিয়া এলাকায় মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার, মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার।
ভূক্তভোগী বাক প্রতিবন্ধী তরুণীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোর দেশীয় অস্ত্রের (চাকুর) মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালি নদী তীরের নির্জন রাস্তার পাশে একটি কলাবানে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। পরে তরুণী তার সাথে ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী অভিযুক্ত দুই কিশোরকে তাদের কাছে সোপর্দ করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বাক প্রতিবন্ধী তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.