ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩১জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার বড়ইয়া এলাকার মৃত মোহবাত আলীর ছেলে মো. নাছির (৩৮), মো. মোতাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।
রাজাপুর উপজেলা মৎস্য অফিস জানায়, সকাল ৭টার দিকে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে আটক দুই জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.