রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে স্থানীয় সকল কবরবাসী ও মরহুম আব্দুল জব্বার এর রুহের মাগফিরাত কামনায় একই গ্রামের চল্লিশ জন পবিত্র কুরআনের নবীন হাফেজকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সোনারগাঁও জামিয়া ইসলামীয়া কওমী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা দেয়া হয়। ক্বারী আবু হানিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আসাদুজ্জামান। হাফেজ আব্দুল হালিম বোখারীর ব্যবস্থাপনায় ও আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁও পীর সাহেব এর ছোট সাহেবজাদা মাওলানা নেছার উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুর রহমান, আলহাজ্ব খলিলুর রহমান, মুফতি মনির আহমেদ, মাওলানা আব্দুস সবুর, মোঃ আমিনুল ইসলাম, হাফেজ আরিফ বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পী গোষ্ঠির কন্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আগত অতিথি সহ স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.