প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৪:২৩ পি.এম
রাজাপুরে একাধিক মামলার ডাকাত সরদার গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ডাকাত ও চোরের সর্দার মো. নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার (৬৮) কে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকার মৃত আবদুর রশিদ জমাদ্দারের পুত্র।
পুলিশ জানান, বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে শুক্কুর জমাদ্দারকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডিএমপি’র পল্লবী, বাগেরহাট জেলার রামপাল থানায়, পিরোজপুর জেলার কাউখালী থানায় ও রাজাপুর থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও বোমাবাজি’র একাধিক মামলা রয়েছে।
গত এক মাস পূর্বে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে গভীর রাতে চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে যায় নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার। ঐ মামলায় জামিনে বের হয়েই আবারও চুরি-ডাকাতির পাঁয়তার করছিল সে।