ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ইন্দ্রপাশা এলাকার রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর পুত্র তরিকুল ইসলাম (৩০) এবং জগইরহাট এলাকার আ. আউয়াল হাওলাদারের পুত্র আরিফ হোসেন হাওলাদার (৩৮)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি এলাকার মক্কা-মদিনা স্পেশাল বেকারীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তরিকুলের কাছ থেকে ৮০ পিস এবং আরিফের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.