প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৬:৩৮ এ.এম
মা : জিল্লুর রহমান জিল্লু

মা যে আমার নয়ন মনি
মা যে আমার পূণ্যের খনি
মহান আল্লাহ্ সেরা দান।
জীবন দিয়ে রাখতে হবে
মায়ের-ই সম্মান।
সন্তানের সকল কথা
মনের সকল দুঃখ ব্যথা
বুঝতে পারে মায়।
মায়ের আদর লেগে আছে
আমার সারা গায়।
মায়ের সেবা করি আমি
মন প্রাণ দিয়ে
সংসারেতে খুখি আমি
মায়ের দোয়া নিয়ে।
মাগো তুমি সুখে থাক
এপারও ওপার।
মায়ের গুনা মাফ করে দাও
ওগো পরোয়ার।
রাব্বির হামহুমা
কামারাব্বায়ানি ছগিরা
পড়ি বার বার।
মাগো তুমি আল্লাহতাঁয়ালার
সেরা উপহার।
(আজকের "মা" দিবসে এটাই আমার নিবেদন)
ফেইসবুক থেকে সংগৃহিত
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.