মানুষ মানুষের জন্য
ক্যান্সারে আক্রান্ত মো. আফজাল হোসেন (৩২) বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের কাছে সহায়তা চায় তার পরিবার। মো. আফজাল হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মোঃ আফজাল হোসেন ছোট বেলায় তার বাবাকে হারিয়ে খেয়ে না খেয়ে জীবন কাটাতেন। বড় হয়ে মা, স্ত্রী ও সন্তনদের নিয়ে কোন মতে তার সংসার চলছিল। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারে নেমে আসে কষ্টের ছায়া। কারণ তিনিই পরিবারের একমাত্র উপার্জন কারী ছিলেন।
বর্তমানে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার শেষ সম্বল গাছ পালা, গরু ছাগল ও কিস্তিতে লোনসহ ধারদেনা করে অনেক কষ্টে এতো দিন চিকিৎসা চালিয়েছেন পরিবার। তবে বর্তমানে টাকার অভাবে তার ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন তার বৃদ্ধ মা, ছোট দুইটি ছেলে ও স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে। ঔষধ খাওয়ার মতো কোন সামর্থ নেই। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য করতেন তবে তার খুবই উপকার হতো।
সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ আমিনুল ইসলাম রাসেল
সহকারি শিক্ষক, পূর্ব কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিকাশ: 01912760438
নগদ: 01515262001
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.