রাজাপুর প্রতিনিধি:
“নৈতিক অবক্ষয়রোধে আত্মনিয়োগের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে মাদকমুক্ত সমাজ ও মোবাইল-এর অপব্যবহার রোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ রাজাপুর শাখার আয়োজনে আজ বুধবার সকালে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। সেখানে সংগঠনের উপজেলা সভাপতি মো: আবু তাহের খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ এর মহাসচিব ডা: মুহা. মোসাদ্দেক হোসেন খান। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও নুসরাত জাহান খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.