অনলাইন ডেস্ক:
এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচিত যুগ্ম সচিব হাবিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই যুগ্ম সচিব বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি)। পরে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন। এত দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগে সংযুক্ত ছিলেন।
সম্প্রতি দুটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে বরগুনায় ব্যাপক আলোচনা হয়। এ আলোচনার কারণ হলো হাবিবুর রহমান প্রায় আড়াই বছর সেখানকার জেলা প্রশাসক ছিলেন। ঘটনাটিও সেখানকার বলে আলোচনা আছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.