অনলাইন ডেস্ক:
ভারতে এক দিনে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার মানুষ।
কালো ছত্রাকে সংক্রমিত হওয়ার হারও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এ ছাড়া দেশটিতে এক দিনে মারা গেছেন ৪ হাজার মানুষ। খবর এনডিটিভির।
ওয়ার্ল্ডোমিটার বলছে, ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জন।
দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনের।
কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও হরিয়ানা রাজ্যে করোনার সংক্রমণ বেড়েছে।
এসব রাজ্যে সংক্রমণের হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে প্রায় ১৮ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।তিন সপ্তাহ ধরে ভারতে দৈনিক তিন লাখের বেশি করোনার সংক্রমণ হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভারতে করোনার সংক্রমণ ৯৫ শতাংশ। আর মৃত্যু ৯৩ শতাংশ। দক্ষিণ এশিয়ায় নেপালেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.