অনলাইন ডেস্ক:
বড়শি দিয়ে ৮০ কেজি ওজনের একটি দেশীয় মাছ শিকার করেছেন আবদুর রহমান নামে এক ব্যক্তি। তিনি সেন্টমার্টিন দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা মো. অলি মাঝির ছেলে।
বুধবার সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে বিশাল আকৃতির মাছটি ধরেন তিনি। বিকেলে মাছটি বাজারে নিয়ে এলে শত শত মানুষ সেটিকে দেখতে ভিড় জমায়। লোকমুখে মাছটিকে ‘ভূল’ নামে চিহ্নিত করলেও এটির
বৈজ্ঞানিক নামে রাইমা মাছ বলে জানিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। এটি বছরে দুই-একটি পাওয়া যায়।
বাজারে নিয়ে এলে মাছটি একটি দল মিলে ৫০ হাজার টাকায় কিনে নেয়।
আবদুর রহমান জানান, তিনি বড়শি দিয়ে পোয়াসহ আরও কিছু মাছ শিকার করেন। প্রতিদিনের মতো বুধবারও তিনি বড়শি নিয়ে দ্বীপের সমুদ্র সৈকতে যান। এরইমধ্যে বড়শিতে বড় মাছ লেগেছে বলে অনুভব করেন। বড়শি ওঠাতে চেষ্টা করলেও পারছিলেন না। পরে আশপাশের লোকজনকে নিয়ে টানতে শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় মাছটি ওঠাতে সক্ষম হন তিনি।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মাছটির বৈজ্ঞানিক নাম রাইমা। এটি বিরল প্রজাতির। তবে এ মাছ ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। এ মাছ সাধারণত বছরে দুই-একটির দেখা মেলে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানান, সৈতকে তীরে বড়শিতে বড় ভূল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৭০ থেকে ৮০ কেজির মতো হবে। মাছটি ৫০ হাজার টাকা দিয়ে আবদুর রহমানের কাছ থেকে কিনে নেন কয়েকজন ব্যক্তি।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.