বরগুনার বেতাগীতে হাবিব বিশ্বাস নামে চুরির মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার হোসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে যান তিনি। পলাতক আসামির হাবিবকে ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে উপজেলার সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে এসআই শহিদুল ইসলাম কনস্টেবল সোহলকে নিয়ে হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁকে থানায় নিয়ে আসার সময় হাবিব হাতকড়াসহ দৌড়ে ধানখেতের মধ্য দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। তবে একপর্যায়ে হাতকড়াটি ধানখেত থেকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, ‘চুরি মামলার সন্দিহান আসামি হাবিবকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সে হাতকড়াসহ পালিয়ে যায়। আমরা তাকে খুঁজে না পেলেও হাতকড়া উদ্ধার করি। পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.