অনলাইন ডেস্ক:
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে অগ্নিকাণ্ডে ১টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ওই গ্রামের শ্যামলাল মৃধার ঘরের বৈদুৎতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তার টিন সেডের ঘর, নগদ ৪ লাখ টাকা, ধান-চাল ৪০ মণ, দেড় মণ করে মুগ ডাল ও বাদাম, কাপড় ও বাসনসহ ভস্মীভূত হয়। ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বেতাগী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও এর আগেই গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত শ্যামলাল মৃধা জানান, অগ্নিকাণ্ডে তার সর্বস্ব পুড়ে গেছে। তবে শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.