ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে আজ বুধবার সকালে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৪০ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে অভিযান লঞ্চে অগ্নিকাÐের ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় একটি মৃতদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সকাল ৯টায় এক নারীর মৃতদেহ উদ্ধার করে। তার শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাÐের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাÐের ঘটনায় আজ ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাÐের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে। পাশাপাশি কোস্ট গার্ডও দুটি নদীতে অভিযান অব্যহত রেখেছে।
গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে আগুন লাগে। এতে ৪৫ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন এখনো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.