অনলাইন ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে আটক করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁকে আটক করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শাহজাহান ওমরকে আটকের কথা জানানো হয়নি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ ভোরে রাজধানীর উত্তরা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী এবং গতকাল ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ইমরান সালেহ প্রিন্সকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। তাঁদের আটক করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।
রিজভী ওই বিবৃতিতে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, অন্যদিকে জ্যেষ্ঠ নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীকে গ্রেপ্তারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা।’
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.