শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন এর কমিটি সম্পন্ন হয়েছে এতে বামনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলালকে সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জাকারিয়া হোসেন মহারাজকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
আজ সোমবার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন এর নবনির্বাচিত প্রথম কমিটি ঘোষিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান সহ উপজেলার ৩৬ টি ওয়ার্ড থেকে আগত উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য দেন, সাংবাদিক মনোতোষ হাওলাদার, ডৌয়ালতলা ইউনিয়ন থেকে আগত মোঃ টিপু জমাদ্দার, মিল্টন পহলান, বুকাবুনিয়া ইউনিয়ন থেকে মিজানুর রহমান ফকির, মোঃ নাসির উদ্দিন মুরাদ সহ নেতৃবৃন্দরা।
উল্লেখ্য বামনা উপজেলার উন্নয়নে ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার লক্ষ্যে সামাজিক সংগঠন হিসেবে উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ।
বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল বলেন, বামনা উপজেলার পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে এবং মাদকমুক্ত সমাজ গঠনে বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.