ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন নামে এক ব্যক্তির বসতঘরে হামলা ভাঙচুর লুটপাট ও টাকা ছিনতায়ের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) ঝালকাঠি আদালতে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন বিকেলে কেওতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মামুনের বসতঘরে হামলা ভাঙচুর ও টাকা ছিনতাই করে মারধর করেন আসামিরা।
বাদীর আইনজীবী আল মাহাবুব সুমন জানান, ঝালকাঠি দ্রুত বিচার আদালতের বিচারক মো. মনিরুজ্জামান রাজাপুর থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.