বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আক্তারুজ্জামান।
সোমবার (০৭ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এসএম আক্তারুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ২/৩ মধ্যে তিনি বরিশালে যোগদান করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে গত ১৭ মে ডিআইজি শফিকুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে নয়া ডিআইজি আকতারুজ্জামান এর পূর্বে বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এবং কর্মক্ষেত্রে তিনি সাহসী ভুমিকা ও দক্ষতার স্বাক্ষর রেখে হয়েছিলেন প্রসংশিত।’
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.