অনলাইন ডেস্ক:
বরিশাল বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) এক দিনে বিভাগে সর্বোচ্চ ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
একই সময়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর দুজন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৪৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৮১ জনের। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৫০।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.