বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীতে বড় শোডাউন করেছেন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবর রহমান সরোয়ার। আজ সোমবার বিকেলে সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে সম্প্রীতি সমাবেশের নামে এ কর্মসূচিতে অনুসারী কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তবে এ কর্মসূচিতে যাননি মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির দায়িত্বশীলরা।
জানা গেছে, শেখ হাসিনার পতনের পর সরোয়ার গত রোববার বিকেলে নগরের পশ্চিম কাউনিয়ার বাসায় পৌঁছান। তাঁকে নিয়ে বড় শোডাউনের প্রস্তুতি নেন অনুসারীরা। সম্প্রীতি সমাবেশে তিনি একাই বক্তব্য দেন।
সরোয়ার দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় নস্যাৎ করতে এখনও নানা ষড়যন্ত্র চলছে। একটি চক্র হামলা-লুটপাট করে আন্দোলন প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো. শহীদুল আলম,
বার্তা সম্পাদক : মো. সাকিবুজ্জামান সবুর
অফিস: কলেজ রোড, কাঠালিয়া, ঝালকাঠি- ৮৪৩০
মোবাইল: ০১৭১২৫২৯২৬৬, ০১৭৭৪৯৩৭৭৫৫
ই-মেইল: kathaliabarta@gmail.com
Copyright © 2025 কাঠালিয়া বার্তা. All rights reserved.